ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বহাল

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2023-11-19, 12.00 AM
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বহাল

হাইকোর্ট বিভাগের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ করার বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নিবন্ধন অবৈধ করে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।রোববার (১৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন।  আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানীয়া আমীর ও আহসানুল করীম। জামায়াতে ইসলামীর আইনজীবী এজে মোহাম্মদ আলীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।পরে জিয়াউর রহমান বলেন, আমাদের সিনিয়র আইনজীবীর ব্যক্তিগত অসুবিধার কারণে ছয় সপ্তাহ সময় চেয়েছিলাম। আর অন্য পক্ষ দরখাস্ত দিয়েছিল আদালত অবমাননা এবং নিষেধাজ্ঞার। যেহেতু আমাদের আইনজীবী উপস্থিত নেই, সেহেতু আদালত এটা ডিসমিস ফর ডিফল্ট করেছেন। অর্থাৎ আইনজীবী উপস্থিত না থাকার কারণে খারিজ করেছেন।