ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

ফরম কিনলেন আ’লীগের প্রধান শেখ হাসিনা

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম

2023-11-17, 12.00 AM
ফরম কিনলেন আ’লীগের প্রধান শেখ হাসিনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিকেল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নিয়েছেন।এরই মধ্যে দলীয় সভাপতির আগমন উপলক্ষে বিশেষ সাজে সাজানো হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। বিভাগভিত্তিক বুথ ও স্বেচ্ছাসেবক নির্ধারণ করা হয়েছে। দিনব্যাপী বিভাগীয় নেতাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা মনোনয়ন ফরম বিক্রি করবেন।এর আগে নির্বাচন পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।সভার শুরুতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বাংলাদেশে। নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনও দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না। নির্বাচন বানচালের নামে যারা আগুন সন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই।’শ্রমিক আন্দোলন নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ বাদ দিয়ে যারা ক্ষমতায় ছিল তারা শ্রমিকদের জন্য কী করেছে? যা করেছে আওয়ামী লীগ সরকার করেছে।’