ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

তৃণমূল বিএনপিতে যোগদান করলেন যারা

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2023-11-08, 12.00 AM
তৃণমূল বিএনপিতে যোগদান করলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। সদ্য নিবন্ধন পাওয়া এই রাজনৈতিক দলটি আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। তৃণমূল বিএনপিতে যোগদানকৃত ব্যক্তিবর্গের তালিকা।

 

১. জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা কর্নেল (অব) এম সাব্বির আহমেদ, যশোর জেলা।

২. সাবেক জেলা দায়রা জজ ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম (নতুন রাজনীতি)।

৩. অ্যাডভোকেট মাহবুব হাসান তুষার, সাভার, আশুলিয়া (নতুন রাজনীতি)।

৪. শরিফুজ্জামান খাঁ মহব্বত, টাঙ্গাইল-০৫ (নতুন রাজনীতি)।

৫. সাবেক প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল-০৪ (নতুন রাজনীতি)।

৬. বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির মহাসচিব মো. মাইন উদ্দিন, কুমিল্লা-০২।

৭. নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক বিএনপি নেতা আবুল কালাম আজাদ সাইফুদ্দিন।

৮. বগুড়া সদর বিএনপির কর্মী সুমন মন্ডল।

৯. বিএনপির সাবেক কর্মী মো. আবু রায়হান, বগুড়া-০৬।

১০. নারায়ণগঞ্জ বিএনপির কর্মী সাজিদ খান (বিএনপি)।

১১. এলডিপির সাংগঠনিক সম্পাদক লস্কর হারুন অর রশিদ, ঝালকাঠি-০১।

১২. শাহাদাত চৌধুরী, চট্টগ্রাম-১৩ (নতুন রাজনীতি)।

১৩. সাবেক ছাত্রলীগ নেতা সন্তোষ শর্মা, চট্টগ্রাম-০৮।

১৪. সাবেক আওয়ামী লীগ নেতা মোঃ দলিল উদ্দিন, পটুয়াখালী-৪।

১৫. পল্লী উন্নয়ন পার্টির নেতা সৈয়দ আহমেদ, নোয়াখালী-০১।

১৬. আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, কক্সবাজার-০১।

১৭. বিএনপির কর্মী খায়েজ আহমেদ ভূঁইয়া, ফেনী-০১।

১৮. শিক্ষক চার্জ বৈদ্য, গোপালগঞ্জ-০১ (নতুন রাজনীতি)।

১৯. অপু বৈদ্য, ঢাকা-১৭ (নতুন রাজনীতি)।

২০. জাতীয় পার্টির সাবেক নেত্রী ডাঃ আইভি সরকার।

২১. নেত্রকোণা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আলী, নেত্রকোনা-০২।

২২. বিএনপি নেতা মুজিবুর রহমান খান, নেত্রকোনা-০৫।

২৩. দেশ প্রেমিক পার্টির নেতা মোঃ হাফিজুল ইসলাম, খুলনা-০৬।

২৪. বাংলাদেশ দেশ প্রেমিক পার্টির মহাসচিব আবুল বাশার চৌধুরী, বাগেরহাট-০৪।

২৫. জাগো বাংলাদেশ পার্টির নেতা প্রকৌশলী শেখ সাহিনুর রহমান মাওলা, মানিকগঞ্জ-০১।

২৬. অধ্যাপক মো. এনায়েতুল ইসলাম (নতুন রাজনীতি)।

২৭. মো. মোশারফ হোসেন, জয়পুরহাট (নতুন রাজনীতি)।

২৮. বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা নাজির উদ্দিন খান, খুলনা।

২৯. মাসুম রেজা, জয়পুরহাট (নতুন রাজনীতি)।

৩০. নাজমুল শিকদার, নরসিংদী-০৩ (নতুন রাজনীতি)।

৩১. সাহাদাত হোসেন মাসুদ, পলাশপুর (নতুন রাজনীতি)।

৩২. শওকত তালুকদার, নেত্রকোনা-০৪ (নতুন রাজনীতি)।

৩৩. অ্যাডভোকেট আব্দুল মোতালেব, নওগাঁ (নতুন রাজনীতি)।

এদের সা‌থে কর্মী সমর্থকও ছি‌লেন।