ঢাকা, শনিবার ৪ই মে ২০২৪ , বাংলা - 

সাভারে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত

এস এম মনিরুল ইসলাম,সাভার।।ঢাকাপ্রেস২৪.কম

2023-11-04, 12.00 AM
সাভারে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সাভারে নানা আয়োজনে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) সকালে সাভার উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।এসময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলার সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপকারভোগীসহ উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়।