ঢাকা-আরিচা মহাসড়কে টাইলস বোঝাই পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৪ আন্ত:জেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।বৃহষ্পতিবার সকালে ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শেরা হাবিব খান।তিনি আরো জানান, ঢাকা জেলা পুলিশের তৎপরতায় এখন মহাসড়কে কমে এসেছে অপরাধ। এখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে যারাই অপরাধ করছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেফতার করা হচ্ছে। দুর্র্ধষ ডাকাত দলের সদস্য কেরানীগঞ্জের হুমায়ূনের ছেলে কাউসার, একই থানার মৃত দুলালের ছেলে রফিকুল ইসলাম ফয়সাল, নোয়াখালী লক্ষীপুরের রুস্তম আলীর ছেলে মিরাজুল ইসলাম সুমন এবং মাদারীপুরের রাজৈর থানার এমদাদুলের ছেলে মেহেদী হাসান মৃধা সংঘবদদ্ধ ডাকাত দলের সদস্য। এদের নামে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এদের গ্রেফতার করতে গিয়ে আমিনুল ইসলাম নামে পুলিশের সাব-ইন্সপেক্টর মারাত্মকভাবে আহত হয়েছেন। অভিযানিক দলের সাথে তিনি জীবনের ঝুঁকি নিয়ে গত বুধবার রাতে তাদের গ্রেফতার করেছেন।
এই ডাকাত সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের পিকআপ এবং পিকআপ ভর্তি আড়াই লক্ষ টাকার টাইলস।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ১২ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই একটি পিকআপ ভ্যান সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছলে একটি সিএনজিতে করে আসা আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্য গাড়িতে উঠে চালককে জিম্মি করে টাইলসসহ পিকআপটি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ২৫ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জে এবং সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।