ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

পিকআপ ভ্যান ও টাইলস উদ্ধার ৪ জন গ্রেফতার

এস এম মনিরুল ইসলাম,সাভার:।।ঢাকাপ্রেস২৪.কম

2023-10-26, 12.00 AM
 পিকআপ ভ্যান ও টাইলস উদ্ধার ৪ জন গ্রেফতার

জনৈক মোঃ শহিদুল ইসলাম একজন পিকআপ ড্রাইভার। তিনি তার ভাড়াকরা পিকআপের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় মালামাল পরিবহন করে থাকে। নিয়মিতভাবে গত ১২/১০/২০২৩ খ্রি. তারিখ রাত অনুমান ০১, ০০ ঘটিকার দিকে গাবতলী মাজার রোড এলাকা হতে ১৬০৯ স্কয়ার ফুটের মার্বেল পাথর টাইলস লোড করিয়া রংপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। রাত অনুমান ০২.০০ ঘটিকার দিকে আশুলিয়া থানাধীন ডেইরীফার্ম সাকিনস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের উপর স্পিড ব্রেকারের নিকট পৌছামাত্র গাড়ীর গতি কমার সাথে সাথে পেছন দিক হতে আসা একটি সিএনজি এসে থামে এবং সিএনজি হতে অজ্ঞাতনামা ০৪ জন ব্যক্তির মধ্যে ০১ জন ব্যক্তি গাড়ীর কেবিনে উঠে এবং বাকী দুইজন গাড়ীর পিছনে উঠে, ০১জন ব্যক্তি সিএনজিতে অবস্থান করে। গাড়ীর কেবিনে উঠা অজ্ঞাত ব্যক্তি ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে গাড়ীর ড্রাইভারকে গাড়ী সাইড করতে বলে। এতে পিকআপের ড্রাইভার গাড়ী সাইড করলে অজ্ঞাতনামা আসামীরা পিকআপের ড্রাইভারের মোবাইল ছিনতাই করে তার হাত পা বেধে গাড়ীর পিছনে ত্রিপল দিয়ে ঢেকে দেয় এবং ০১ জন আসামী পিকআপটি চালাতে থাকে। রাত অনুমান ০২.২৫ ঘটিকার দিকে অজ্ঞাতনামা আসামীরা, পিকআপের চালককে আশুলিয়া থানাধীন বিশমাইল বাসস্ট্যান্ড সংলগ্ন জঙ্গলে গাছের সাথে বেধে দিয়ে লোডকৃত ২,০২,৭৩৪/- (দুইলক্ষ দুই হাজার সাতশত চৌত্রিশ) টাকার মার্বেল পাথরের টাইলস এবং ৮,৫০,০০০/ (আটলক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত পিকআপের মালিক মোঃ

শামসুল ইসলাম (৩৮), পিতা-মোঃ মহসিন মিয়া, সাং-১১২/সি,১ম কলোনী মিরপুর, থানা-দারুস সালাম, ডিএমপি, ঢাকা বাদী হয়ে আশুলিয়া থানার মামলা নং-৩২, তারিখঃ১৩/১০/২৩ খ্রি. ধারা-৩৯৪ পেনাল কোড মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ

আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয় দ্রুততম সময়ের মধ্যে মামলায় লুন্ঠিত মালামাল ও পিকআপ

উদ্ধার এবং আসামীদেরকে গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকা জেলাকে নির্দেশ

প্রদান করেন। তাহার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশিরা হাবীব খান, পিপিএম- সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার, আশুলিয়া,ধামরাই, কেরানীগঞ্জ এবং ঢাকা মহানগর এর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৫/১০/২০২৩ খ্রি. তারিখ বিকেলে আসামী ১। মোঃ কাউছার (২৪), পিতা-মোঃ হুমায়ুন কবির, সাং- মধ্যপাড়া, আব্দুল্লাহপুর, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০২। মোঃ রফিকুল ইসলাম ফয়সাল (২৪), পিতা-মৃত দুলাল, সাং-খেজুরবাগ, বয়েজ ক্লাব সংলগ্ন ইকবাল চেয়ারম্যানের বাড়ীর সামনে, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ০৩। মোঃ মিরাজুল ইসলাম সুমন (৩৫), পিতা-মৃত রুস্তম আলী, সাং-পূর্ব

কেওরা, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর, এ/পি সাং-ঘাটারচর, শহীদনগর স্কুলের পার্শ্বে, নোয়াখালীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০৪। মোঃ মেহেদী হাসান মৃধা (২৬), পিতা-মৃত

এমদাদুল, সাং-শংকরদী, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-হেমায়েতপুর, মোল্লাবাড়ীর চক, শিপনের বাড়ীর ভাড়াটিয়া,থানা- সাভার মডেল, জেলা-ঢাকাদের ধৃত করে হেফাজতে গ্রহন করেন এবং তাহাদের নিকট হতে লুণ্ঠিত টাইলস ও পিকআপ উদ্ধার করা হয়। উক্ত আসামীদের ধৃত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত দস্যুতার ঘটনাটি স্বীকার করে। তাহাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগীতায় পিকআপ ছিনতাই করে আসছে বলে স্বীকার করেন। উক্ত ঘটনার সাথে আরো কারা জড়িত আছে সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।