ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

মা‌টিরাঙ্গা সাংবা‌দিক ফোরা‌মের নতুন ক‌মি‌টি

এ কে আজাদ, খাগড়াছ‌ড়ি জেলা প্রতি‌নি‌ধি:

2023-10-13, 12.00 AM
মা‌টিরাঙ্গা সাংবা‌দিক ফোরা‌মের নতুন ক‌মি‌টি

খাগড়াছ‌ড়ি পার্বত‌্য জেলার মা‌টিরাঙ্গা আদর্শ উপ‌জেলার বি‌ভিন্ন গণমাধ‌্যমে কর্মরত সাংবা‌দিক‌দের সংগঠন মা‌টিরাঙ্গা সাংবা‌দিক ফোরা‌মের নেতৃ‌ত্বে এ‌সে‌ছে প‌রিবর্তন এ‌সে‌ছে। গতকা‌ল রাতে সাধারণ সভার মাধ‌্যমে পুরাতন ক‌মি‌টির মেয়া‌দ শেষ হবার কার‌নে ক‌মি‌টি বিলুপ্ত ক‌রে এই প‌রিবর্তন আনা হ‌য়।নতুন আহবায়ক ক‌মি‌টি মেয়াদ আজ (১১ অ‌ক্টোবর ২৩ইং) হ‌তে শুরু হ‌লো। আহবায়ক প‌দে জ্যো‌তি ত্রিপুরা (দৈ‌নিক সবুজ পাতার দেশ) সদস‌্য স‌চিব প‌দে আবু রা‌সেল সুমন( দৈ‌নিক আমার বাঙলা)। এছাড়া সদস‌্য করা হ‌য়ে‌ছে আলী হো‌সেন (দৈ‌নিক ইন‌কিলাব) অ‌্যাড. আবুল কালাম আজাদ (দৈ‌নিক ঢাকা টাইমস) আলমগীর হো‌সেন (গ্লোবাল টি‌ভি) ইনামুল হক (খোলা কাগজ) আবদুর রাজ্জাক (দৈ‌নিক স্ব‌দেশ বি‌চিত্রা)।

সাধারণ সভায় বক্তারা ব‌লেন, সাংবা‌দিকরা জা‌তির বি‌বেক, তাই সকল লিখনী ও কা‌জে সাংবা‌দিকরা দেশ ও জা‌তির স্বার্থ বি‌বেচনায় নি‌তে হ‌বে, পেশার সম্মান মর্যাদার রক্ষা ক‌রতে হ‌বে। খাগড়াছ‌ড়ি‌ পার্বত‌্য জেলায় মুলধারার সাংবা‌দিকতা ও পেশাজীবী সাংবা‌দিকদের ম‌ধ্যে গণত‌ন্ত্রের চর্চা একমাত্র মা‌টিরাঙ্গা সাংবা‌দিক ফোরাম কর‌তে পা‌রে। এর পাশাপা‌শি অন‌্য সাংবা‌দিক সংগঠন গু‌লো‌তে নেতৃ‌ত্বের প‌রিবর্তন যা কখ‌নোই আশা করা যায় না।