ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

জন্ম মৃত্যু নিবন্ধনে সেরা দশ এ ধামসোনা ইউনিয়ন

এস এম মনিরুল ইসলাম,সাভার:।।ঢাকাপ্রেস২৪.কম

2023-10-07, 12.00 AM
জন্ম মৃত্যু নিবন্ধনে সেরা দশ এ ধামসোনা ইউনিয়ন

নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশসেরা দশের তালিকায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ। শুক্রবার সরকারের স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে  ইউনিয়নটিকে এ স্বীকৃতি দেয়া হয়।শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে জন্ম মৃত্যু নিবন্ধন বিভাগের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের হাতে এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

 

এ বিষয় ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন-২০২৩ এ অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪৫৭৩ টি ইউনিয়নের মধ্যে দেশসেরা ১০ এর তালিকায় ধামসোনা ইউনিয়নকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। তিনি ধন্যবাদ জানিয়ে ধামসোনা ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউপি সচিব, হিসাব সহকারী, উদ্দোক্তা, গ্রামপুলিশসহ সকলের সার্বিক সহযোগীতায় আজকের এ অর্জন। আমাদের এ অর্জনের ধারাবাহিকতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।