একতরফা নির্বাচনের পথে হাঁটা দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ঈদগাহ মাঠে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।চরমোনাই পির বলেন, সরকারের একতরফা নির্বাচনের পথে হাঁটা দেশকে ভয়াবহ সংঘাতে নিয়ে যাবে। এ সংঘাত থেকে কেবল রক্ষা করতে পারে জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন।তিনি আরও বলেন, ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত দেশ। তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। একতরফা নির্বাচনের আয়োজন করলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে। এজন্য কমিশনকে একতরফা নির্বাচন আয়োজন করা থেকে বিরত থাকতে হবে।সমাবেশে চরমোনাই পির ৭ অক্টোবর ঢাকায় সমাবেশ, ১৩ অক্টোবর ঢাকায় শ্রমিক সমাবেশ, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র-যুব সমাবেশ এবং সারাদেশে ইউনিয়নে সদস্য সম্মেলন কর্মসূচি ঘোষণা করেন।দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, প্রশাসনের লোকেরা জনগণের কর্মচারী। আপনারা জনগণের অধিকার নষ্ট করবেন না। সংবিধান স্বীকৃত সভা-সমাবেশ করতে বাধা দেবেন না। সব ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধ করুন, তবেই জনগণ আপনাদের ভালোবাসবে। তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের নাগালে রাখার দাবি জানান।