ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

ঘুরতে গিয়ে স্বামীর হাতে খুন স্ত্রী

কেরাণীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ

2023-09-24, 12.00 AM
ঘুরতে গিয়ে স্বামীর হাতে খুন স্ত্রী

ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রী ফারজানাকে (২৩) স্বামী রনি মিয়া (২৫) ঘুরতে যাওয়ার কথা বলে সু-পরিকল্পনা করে গভীর নদীতে ফেলে হত্যা কান্ডের ঘটনা ঘটে।ফারজানা পেশায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালের একজন নার্স হিসাবে কর্মরত ছিলেন।  ২৪ সেপ্টেম্বর রবিবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)তিনি জানান, ১৫ই সেপ্টেম্বর ফারজানার পুরাতন প্রেমের সম্পর্কগুলো নিয়ে স্বামী রনির সাথে ঝগড়া-বিবাদ শুরু হয়।ঘটনার দিন ফারজানা তার ঘর করবেনা বলে, এমনকি তাকে ডিভোর্স দিয়ে দিবে বলে। তারই অংশ হিসেবে স্বামী রনি রাতের খাবার শেষে ফারজানাকে নিয়ে ঘুরতে যাওয়র কথা বললে তিনি রাজি হয়ে , ঘুরতে যায়। ফারজানাকে নিয়ে বছিলা ব্রিজ সংলগ্ন নৌ-পুলিশ ফাড়ীর পিছনে নদীর পারে অত্যন্ত নির্জন ও গভির জলাধারের কাছে নিয়ে প্রেম আলাপ শুরু করে।কিছুক্ষন পরেই পূর্ব- পরিকল্পনা অনুযায়ী রনি মিয়া ফারজানাকে জোরে ধাক্কা দিয়ে গভীর পানিতে  ফেলে দেয়। রনি মিয়া নৌবাহিনীর সাবেক সদস্য ছিলো বিধায় পানির ¯্রােত সম্পর্কে ভালো ধারনা ছিলো। নদী প্রচন্ড ¯্রােতে থাকায় ফারজানা পানির গহিন তলে ডুবে যায়। ফারজানা বোরকা পরিহিত ছিলো ও সাঁতার না জানার কারনে সে আর উপরে উঠতে পারেনি। তার পর রনি মিয়া ঘটনাস্থল থেকে চলে আসে এবং আতœীয়-স্বজনদের কাছে ফোন দিয়ে বলে, ফারজানা ঝগড়া করে বাসা থেকে বের হয়ে সাবেক প্রেমিকার কাছে চলে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন সকালে রনি মিয়া বাদি হয়ে তার শ্বাশুড়ি সহ কেরাণীগঞ্জ মডেল থানায় এসে জিডি করে।

তিনি আরো জানান,  গত ২১ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধিন জাজিরা এলাকায় ভাসমান অর্ধগলিত এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।ঘটনাস্থলে বিভিন্ন আলামত বিশ্লেষন করে ও পরিবারের সহায়তায় ফারজানাকে চিহ্নিত করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আলামত বিশ্লেষন ও পর্যালোচনা করে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ তার স্বামী রনি মিয়াকে সন্দেহ হলে , তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনিই এই চাঞ্চল্যকর তথ্য দেয় ও খুনের দায় স্বীকার করে।