ঢাকা, শনিবার ২৭ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন:আব্দুর রব

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2023-09-11, 12.00 AM
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন:আব্দুর রব

এই সরকার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন হলে বাংলাদেশকে বিক্রি করে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। গতকাল  সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আব্দুর রব বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একটা দাবি ছিল বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। সবাই চিকিৎসা পাবে। দেশে গুম খুন হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। দেশের এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ কর্তৃত্ববাদী সরকারকে তাড়ানোর আন্দোলনে যখনই জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হতেন তখনই চলে আসতেন। তিনি বলেন, আজ বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে। স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা আমি জানিনা। কমলাপুরে এক পাগল ছিল সে সবসময় বলতো আমি পাগল আমার সাথে সবাই পারে। সেরকম বাংলাদেশকে নিয়ে এখন সবাই উষ্ঠা মারতেছে। বিশ্বের বড় বড় রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে সে পাগলের মত ব্যবহার শুরু করেছে। তিনি আরও বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন হলে বাংলাদেশকে বিক্রি করে দেবে, হস্তান্তর করে দেবে। তাই বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান দরকার। মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে। স্বাধীনতা চুরি হয়ে গেছে। সর্বভৌমত্ব হয়ে যাবে যদি আমরা রুখে না দাঁড়ায়। তাই ধর্ম বর্ণ সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন সবাই রাস্তায় নামি যারা আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে তাদেরকে বিদায় করে দেই।