রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ মৌজায় নলগোলা এলাকায় মার্কেটের দোকানদারকে কোনো রকম আইনি নোটিশ না দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুলডোজার দিয়ে মার্কেটের দোকান ভেঙে ফেলার অভিযোগ করেছে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতি।রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা অভিযোগ করে বলেন, আমরা ৬৫ ব্যক্তি এ ভূমি ভাওয়াল রাজ স্টেট হতে ২০১৩ সালে লীজ গ্রহণ করি। আমরা ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত অগ্রিম লীজ মানিও পরিশোধ করি। লীজের শর্ত মোতাবেক প্রত্যকেই আলাদা আলাদা দোকান ঘর সেমি পাকা ইটের ঘর তৈরী করে ব্যবসা করে আসছি। গত এপ্রিল মাসে ডিএসসিসির পক্ষে মার্কেট ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে জুন মাসে ভূমি সংস্কার বোর্ড জানিয়ে দেয়, ডিএসসিসি এ ভূমি নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। এছাড়াও হাইকোর্ট গত ৩০ তারিখে ডিএসসিসির উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশও প্রদান করে।
সমিতির নেতারা বলেন, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া আইন অমান্য করে এ দোকান ঘরগুলো ভেঙে ফেলায় আমরা প্রায় ত্রিশ কোটির টাকার ক্ষতিগ্রস্ত হই। প্রতিটি দোকানেই প্রচুর মালামাল মজুদ ছিলো।
সমিতির নেতারা সাংবাদিকসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের যাবতীয় কাগজপত্র ও কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সিটি করপোরেশন ৪৭ নং নল গোলা ব্যবসায়ী সমিতির মার্কেট দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা।
সংবাদ সম্মেলনে নল গোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. আকরাম হোসেন, মো.বাবুল, আনিসুর রহমান, পেয়ার মোহাম্মদ, জাকির হোসেন সাময়নসহ দোকান মালিকরা উপস্থিত ছিলেন।