সাতক্ষীরা: জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সাতক্ষীরায় ১০ দিনের ভলিবল প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।সোমবার (০১ মার্চ) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের ভলিবল প্রশিক্ষক ইমদাদুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান (শাহীন), নির্বাহী সদস্য রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাসুদ আলী, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ভলিবল প্রশিক্ষক আব্দুর রশিদ প্রমুখ।
১০ দিনের ভলিবল প্রশিক্ষণ কার্যক্রমে ১৬ জন খেলোয়াড় প্রশিক্ষণ নেবেন।