বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে কোরান খতম ও সাদকায়ে জারিয়া হিসেবে পশু কোরবানি করে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে মাংস বিতরণ করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উদ্যাগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিনদিনব্যাপী কোরান খতম করা হয়। গতকাল মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় দুটি ছাগল কোরবানি দিয়ে সাদকা হিসেবে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড.মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, অধ্যাপক আমিনুল ইসলাম, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, জাসাস নেতা সৈয়দ আশরাফুল মজিদ ,সাবেক ছাত্রনেতা ওমর ফারুক কাওছার, সঞ্ঝয় দে রিপন, জাকির হোসেন, তিতুমির কলেজের ছাত্রদল সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঢাবির ছাত্রনেতা মাসুদুর রহমান, রাজু আহমেদ প্রমুখ। এ সময় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেও বিশেষ দোয়া করা হয়।