ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

পাকিস্তানে গির্জায় আগুন,উদ্বিগ্ন আমেরিকা

ডেস্ক নিউজ।। ঢাকাপ্রেস২৪.কম

2023-08-20, 12.00 AM
পাকিস্তানে গির্জায় আগুন,উদ্বিগ্ন আমেরিকা

উন্মত্ত জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে একের পর এক গির্জায়। সংখ্যালঘু খ্রিস্টান মহল্লার বাড়িগুলিতে অবাধে চলছে লুটপাট! বুধবার বিকেল থেকে এমনই দৃশ্যের সাক্ষী পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিল্পশহর ফয়সলাবাদ-সহ বেশ কিছু এলাকা।ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের উপর হামলা, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা সে দেশে প্রায়ই ঘটে। এ বার একই অভিযোগে পাক কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলি খিস্টানদের নিশানা করেছে বলে অভিযোগ। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন জানাচ্ছে, পঞ্জাবের জারনওয়ালায় ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ দুই খ্রিস্টান যুবককে গ্রেফতার করার পরেই বুধবার উত্তেজনা ছড়ায়। আক্রান্ত হয় চার্চ এবং খ্রিস্টান মহল্লাগুলি।পাকিস্তানে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারে বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত পটেল জানান, পঞ্জাব প্রদেশে খ্রিস্টানদের বিরুদ্ধে হিংসার ঘটনায় ওয়াশিংটন উদ্বিগ্ন। তিনি বলেন, ‘‘অবিলম্বে পাকিস্তান সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে।’’ ‘ধর্ম অবমাননা’র অভিযোগ তুলে পাকিস্তানে স্বাধীন মতপ্রকাশের কণ্ঠরোধ করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি।