ঢাকা, সোমবার ৬ই মে ২০২৪ , বাংলা - 

নকল পণ্য ০৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ শাকুর খান শুভ, কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ

2023-08-12, 12.00 AM
নকল পণ্য ০৭ প্রতিষ্ঠানকে জরিমানা

১০ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর কেরানীগঞ্জ,  চকবাজার, কামরাঙ্গীরচর এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদন বিহীন নকল বৈদ্যুতিক  সরঞ্জাম, ঔষধ এবং  পানি উৎপাদন ও বিক্রি করার  অভিযোগে ০৭ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের  ভ্রাম্যমান আদালত। ১১ আগস্ট শুক্রবার র‍্যাব ১০ এর সদর দপ্তর থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাবের মুখ্য হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম,  র‍্যাব-১০ এর সমন্বয়ে একটি দল এবং বিএসটিআইয়ের  এর প্রতিনিধি উপস্থিতিতে এ অভিযান  পরিচালিত হয়। জরিমানাকৃত  প্রতিষ্ঠান, জিএস ক্যাবল কে ০২ লক্ষ টাকা, বিকাশ কাটিং এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা, শরীফ ইন্ডাস্ট্রিজকে লিঃ মিঃ ০৫ লক্ষ টাকা, মাসরি পিওর ড্রিঙ্কিং ওয়াটারকে ০১ লক্ষ ৫০ হাজার টাকা, ফাজ ল্যাবরেটরিস কে ০৫ লক্ষ  টাকা, এসপি এগ্রো ট্রেডিংকে ০২ লক্ষ টাকা জরিমানা করা হয়।র‍্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনবিহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল লুব্রিকেন্টস ও ইলেকট্রনিকস পণ্য এবং পানি উৎপাদন মজুত ও বাজারজাত  করে আসছিল।