ঢাকা, বৃহস্পতিবার ১৯ই সেপ্টেম্বর ২০২৪ , বাংলা - 

‘প্রধানমন্ত্রী নির্দেশ দিলে সুদ মাফ করা হবে’

2021-01-26, 12.00 AM
‘প্রধানমন্ত্রী নির্দেশ দিলে সুদ মাফ করা হবে’

বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিলে ব্যাংক সুদ অবশ্যই মওকুফ করা হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার টাকা ধাপ্পাবাজি করে নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

এক্সিম ব্যাংক ও বিএবি চেয়ারম্যান এক সাক্ষাৎকারে বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশে অচল হয়ে পড়া ব্যবসা-বাণিজ্য বাঁচাতে ব্যাংক খাতের ভূমিকা, ব্যাংক সুদ মওকুফ, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার বাস্তবায়নসহ সামগ্রিক বিষয়ে তার অভিমত তুলে ধরেন।

প্রতিবেদক : চলমান লকডাউনের সময় ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বিভিন্ন উদ্যোক্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক ঋণের সুদ মওকুফ করার ওপর গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে এ ব্যাপারে একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?