ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

মেহেরপুরে বৃক্ষরোপণ ও মেলা শুরু

মেহেরপুর জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-07-30, 12.00 AM
মেহেরপুরে বৃক্ষরোপণ ও মেলা শুরু

‘গাছ লাগিয়ে যতœ করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার(২৯ জুলাই) মেহেরপুর শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মুজুমদার, বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির।  এবার বৃক্ষ মেলার স্টলে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেহেরপু জেলা প্রশাসন ও বন বিভাগ মেহেরপুরে এ মেলার আয়োজন করে।