চেক জালিয়াতির ঘটনায় অগ্রণী ব্যাংক সিলেটর হেতিমগঞ্জ শাখার ৪ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। গ্রাহকের চেক জালিয়াতি করে ৭ হাজারের স্থলে ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করে ব্যাংকের করা মামলায় আইনি লড়াইয়ে ব্যাংকের ওই চার কর্মকর্তারা দোষী সাব্যস্ত হন।
ওই ৪ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে গ্রাহকের দাখিল করা আবেদন অভিযোগ হিসেবে গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) বজলুর রহমান এ আদেশ দেন।