ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

রাইস মিলে কাটা পড়ে কিশোর নিহত

মোঃ শাকুর খান শুভ কেরণীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি

2023-07-14, 12.00 AM
রাইস মিলে কাটা পড়ে কিশোর নিহত

ঢাকার কেরণীগঞ্জে রাইস মিলের মেশিনে হাত কাটা পড়ে মোঃ ইয়াসিন নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তালেপুর হাসপতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা সুরুজ মিয়া বলেন, আমার ছেলে কেরাণীগঞ্জ রাইস মিলে তিন বছর ধরে কাজ করে । বৃহস্পতিবার কাজ করার সময় হঠাৎ তার ডান হাত কাটা পরে গুরুতর আহত হয় । পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।