"আমরা গাছ প্রেমিক, আমরাই গড়ে তুলবো আগামীর সবুজ প্রকৃতি" এ শ্লোগানকে বুকে ধারণ করে "কৃষ্ণচূড়া" কটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আজ দুপুরে প্রথম বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে । শনিবার, ০৮ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ গাজীপুরের তিতারকুল স্টিলের ব্রিজ পার হয়ে রাস্তার ধারে কুড়িটি কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ মাজহারুল ইসলাম ওয়ালিদ।এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তথ্য প্রযুক্তিবিদ ও সাংবাদিক এম এ কবির ও অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচী সমাপ্ত করার পর বিকেলে গাজীপুরের রাজবাগান সংলগ্ন কাঠের বাড়ি রেস্টোরেন্টে "বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে বৃক্ষরোপন" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য কৃষ্ণচূড়া সারাদেশের বিভিন্ন এলাকায় দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির প্রজাতির গাছ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে।