ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

ডুবে গেছে সুনামগঞ্জ ভোগান্তিতে মানুষ

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-06-17, 12.00 AM
ডুবে গেছে সুনামগঞ্জ ভোগান্তিতে মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে। শনিবার (১৭ জুন) বিকেলে সড়কের দুর্গাপুর ও আনোয়ারপুরে পানি উঠে যাওয়ায় তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৫০ হাজার মানুষ।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের চেরাপুঞ্জিতে গত ৭২ ঘণ্টায় ৮২০ মিলিমিটার ও সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আতঙ্কে রয়েছেন জেলার ২০ লাখের বেশি মানুষ।তাহিরপুর উপজেলার বাসিন্দা হামিদ মিয়া বলেন, সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, কয়েকদিন ধরে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, তাহিরপুর আঞ্চলিক সড়কে পানি উঠে সড়কটি ডুবে গেছে। এতে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।