ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-02-22, 12.00 AM
পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

কুয়েতের ফৌজদারি আদালতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদ ইসলাম পাপুল পদ হারিয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান তার এমপি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছেন।এতে উল্লেখ করা হয়েছে- কুয়েতের ফৌজদারি আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে ৪ (চার) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদসদস্য মোহাম্মদ শহিদ ইসলাম বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নন। সে কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি থেকে তার আসন (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী ২৭৫ লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।

সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনেও পাঠিয়েছে।শূন্য আসনে নির্বাচনের বিধান অনুযায়ী, ২৮ জানুয়ারি থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণ করতে হবে।পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকার মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এনে ২০২০ সালের ৭ জুন আটক করেছিল। তার স্ত্রী সেলিনা ইসলামও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।