ঢাকার কেরাণীগঞ্জে গরু চুরির ঘটনায় বুধবার গভীর রাতে নারয়নগঞ্জ ও টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মোঃ মনির হোসেন (৩০), মোঃ দেলোয়ার হোসেন (৩৫), শুক্কুর ওরফে জীবন মোল্লা(৪০), মোঃ জাবেদ হোসেন (২৭), মোক্তার হোসেন ওরফে মোক্তার (৩৪)। এই ঘটনায় চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, একটি গাভী ও ্একটি বাছুর উদ্ধার করা হয়েছে। গরুর মালিক মোঃ আলাউদ্দিন মিয়া বলেন, কৃষিকাজসহ ঈদকে সামনে রেখে বাড়ীতে গরু পালন করে সংসার চালাই। ২০২২ সালের ৬ নভেম্বর রাতে ৪ টি বড় গাভি ও ৩ টি বাছুর গোয়াল ঘরে রেখে রাখিয়া ঘুমিয়ে পরি। গভীর রাতে ঘুম থেকে জেগে উঠিয়া গোয়াল ঘরে গিয়ে দেখি একটি সাদা কালো রংয়ের গাভী ও একটি বাছুর গরু চুরি হয়। পরের দিন মুগলবাড়ি রিকসার গ্যারেজের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় গরু দুইটি নীল রংয়ের একটি মিনি ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ্একটি মামলা করা হয়। নারায়নগঞ্জ বন্দর থানার টহল পুলিশ নবীনগঞ্জ রেল লাইন হতে বন্দর রেল লাইন এলাকার হোসেন মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর চুরি যাওয়া গাভী ও বাছুর হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মিনি পিকআপ আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন রশীদ বলেন, কোরবানীর ঈদকে সামনে রেখে গরুর খামাড়িদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। নারায়নগঞ্জ ও টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ৫ গরু চোরকে গ্রেপ্তার করা হয়।