মুম্বইয়ের টিনসেল নগরীতে মাঝেমধ্যেই এক চেনা বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। উপার্জনের ভিত্তিতে বলিপাড়ায় অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা যে অনেকাংশে এগিয়ে, সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছেন বলি নায়িকারা। অভিনেতাদের তুলনায় পারিশ্রমিক কম পেলেও উপার্জনের দিক দিয়ে দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস— কারও আয় নেহাত কম নয়। তবুও সম্পত্তির দিক থেকে দীপিকা, আলিয়াদের টেক্কা দিয়েছেন বলিপাড়ার অন্য এক অভিনেত্রী।চলতি বছরের মুক্তির কথা রয়েছে ‘টাইগার’ ছবির তৃতীয় পর্ব। সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কইফের জুটি বহু দিন পর পর্দায় দেখতে পাবে দর্শক। ২০২২ সালে ‘ফোন ভূত’ ছবিতে শেষ দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি টাকা।বড় পর্দায় সম্প্রতি দেখা না গেলেও ওটিটি প্ল্যাটফর্মে ছবি এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। মাধুরীর মোট সম্পত্তির পরিমাণ ২৪৮ কোটি টাকা।উপার্জনের নিরিখে মাধুরীর চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন অনুষ্কা শর্মা। অভিনয়ের পাশাপাশি নিজস্ব পোশাক প্রস্তুতকারক সংস্থাও চালান তিনি।সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুষ্কার সংস্থার আনুমানিক বাজার মূল্য ৬৫ কোটি টাকা। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটি টাকা।বলিপাড়ায় প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। বক্স অফিসে হিট হওয়া সিনেমায় অভিনয় করে প্রচুর পারিশ্রমিক পান তিনি।এ ছাড়াও বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনে প্রচারের মুখ হিসাবে কাজ করেন দীপিকা। বলিউড সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩১৪ কোটি টাকা।‘কভি খুশি কভি গম’-এর পুহ-এর চরিত্র হোক বা ‘জব উই মেট’ ছবির গীত— পর্দায় প্রতিটি চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তোলেন করিনা কপূর খান।সাময়িক বিরতি নিয়ে পুত্রসন্তানের জন্মের পর আবার অভিনয়জগতে ফিরে আসেন করিনা। বলিপাড়া সূত্রে খবর, করিনার মোট সম্পত্তির পরিমাণ ৪৪০ কোটি টাকা।একই ক্ষেত্রে কাজ করলেও করিনাকে নিজের আদর্শ মনে করেন আলিয়া ভট্ট। তবে উপার্জনের নিরিখে করিনার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।প্রতি ছবিতে ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পান আলিয়া। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫৭ কোটি টাকা।শুধু হিন্দি ফিল্মজগতেই নয়, ভারত থেকে সোজা হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। অভিনয়ের পাশাপাশি ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন প্রিয়ঙ্কা।নিউ ইয়র্কে নিজের একটি রেস্তরাঁ খুলেছেন প্রিয়ঙ্কা। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৮০ কোটি টাকা।দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রীরাও উপার্জনের ভিত্তিতে পিছিয়ে নেই। সামান্থা রুথ প্রভু এবং নয়নতারার মতো অভিনেত্রীরা বর্তমানে একের পর এক বক্স অফিস ভাল ব্যবসা করা ছবিতে অভিনয় করেন।সংবাদমাধ্যম সূত্রে খবর, উপার্জনের দিক থেকে প্রথম সারিতে থাকা অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে নয়নতারার। শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে নয়নতারাকে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি টাকা।‘বাহুবলী’র মতো নজির গড়া ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিতে বাধ্য হয়েছেন খ্যাতনামা দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে অনুষ্কার।তবে দীপিকা, আলিয়া, করিনা বা নয়নতারা নন, উপার্জনের নিরিখে অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছে ঐশ্বর্যা রাই বচ্চনের নাম। বলি নায়িকাদের মধ্যে ঐশ্বর্যার মোট সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি।বলিপাড়া সূত্রে খবর, প্রতি ছবিতে অভিনয় করতে ১০ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন ঐশ্বর্যা। বচ্চন পরিবারের পুত্রবধূর মোট সম্পত্তির পরিমাণ ৮২৮ কোটি টাকা।