বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়।সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। তবে বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হতে পারে।চীনের ভাইস মিনিস্টার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি পদ্মা সেতু পরিদর্শনেও যাবেন। সফর শেষে আগামীকাল (রোববার) ঢাকা ত্যাগ করবেন।