ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

বাকেরগঞ্জে জাতীয় পার্টির যৌথ সভা

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-05-19, 12.00 AM
বাকেরগঞ্জে জাতীয় পার্টির যৌথ সভা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া, কলসকাঠী, পাদ্রীশিবপুর, রঙ্গশ্রী ও নিয়ামতি ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টায় কালিগঞ্জ ছোফরোননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধ্যা ৬ টায় গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ ৫টি ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত হয়।গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান ও কালিগঞ্জ ছোফরোননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাডভোকেট এইচ এম মুজিবুর রহমানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি।

যৌথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বশির আহমেদ সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, প্রভাষক বিপ্লব মিত্র, প্রভাষক শহিদুল ইসলাম, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান কাবেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, বাকেরগঞ্জ উপজেলা ছাত্র সমাজ এর সভাপতি রিয়াজ শিকদার প্রমূখ।

এছাড়াও যৌথ সভায় ৫টি ইউনিয়ন জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্র সমাজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।