পাকিস্তানের গণতন্ত্র ‘সর্বকালের নিম্ন’ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন।নিজের গ্রেপ্তারের পর মুক্তির বিষয়ে তিনি বলেন, বিচার বিভাগই ‘একমাত্র আশা’ ছিল।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান এসব কথা বলেন।সাক্ষাৎকারে জোট সরকারের সমালোচনা করে ইমরান খান বলেন, তারা ‘নির্বাচনের ভয়ে ভীত’। নির্বাচনে পিটিআই দ্বারা তাদের ‘নিশ্চিহ্ন’ হওয়ার আশঙ্কা ছিল। এজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে, আমি যদি জেলে থাকি বা হত্যাকাণ্ডের শিকার হই, তবে তারা নির্বাচনের অনুমতি দেবে। ’তিনি বলেন, আমার বিরুদ্ধে দুইবার অপচেষ্টা চালানো হয়েছে। আমাকে গ্রেপ্তারের পর আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছিল।