ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

মেহেরপুরে বাল্যবিবাহ রোধে সেমিনার

মনিরুল ইসলাম,মেহেরপুর জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-05-10, 12.00 AM
 মেহেরপুরে বাল্যবিবাহ রোধে সেমিনার

বাল্যবিবাহ রোধে মিডিয়া কর্মীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা (অ:দা:)নীলা সাফিয়া। রূপান্তর সংগঠনের আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় এ সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা ভারপ্রাপ্ত উপপরিচালক কাজী মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য রফিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তর সংগঠনের জেলা কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান।

বক্তব্যে অতিথীরা বলেন বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপদ পথচলা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে, এবং প্রচলিত আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেমিনারে মেহেরপুর প্রেসক্লাবের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এছাড়াও মাঠে কাজ করার যে অভিজ্ঞতা সেটা সেমিনারে তুলে ধরেন।