ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

বাকেরগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান

বরিশাল,জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-05-08, 12.00 AM
বাকেরগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান

জেলার বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় সাগর চন্দ্র পাল (২৮) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।সোমবার (০৯ মে) ভোররাত ৩টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল কুদ্দুস। তিনি জানান, রাত ৩টার দিকে নতুন বাজারে আগুন লাগার বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের ও বরগুনার বেতাগী ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো গেলেও পুরোপুরি নির্বাপণ হয়েছে ভোর ৫টার দিকে।

 

তিনি বলেন, আগুনে মুদি দোকান, ফলের দোকান, চায়ের দোকান, ফার্মেসিসহ সাতটি দোকান পুড়ে গেছে। আর মুদি দোকানের মধ্য থেকে দোকানি সাগর চন্দ্র পালের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মৃত সাগর চন্দ্র পাল নেয়ামিত ইউনিয়নের ঢালমারা এলাকার বাসিন্দা হলেও তিনি রাতে দোকানের মধ্যেই ঘুমাতেন বলে জানিয়েছেন অন্য ব্যবসায়ীরা।

পুরো অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ফায়ার স্টেশনের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুদি দোকান থেকে সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের এ সূত্রপাত হতে পারে।