মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চলাকালে গুলি চালিয়েছে পুলিশ। এতে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২০ বছর বয়সী ওই নারীর নাম মিয়া থতে থতে খাইং। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এই প্রথম কোনো বিক্ষোভকারী প্রাণ হারালেন। ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিডোতে বিক্ষোভকালে আহত হন মিয়া থতে থতে খাইং। এদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও গুলি করে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মিয়া থতে থতে খাইংয়ের অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, মিয়া থতে থতে খাইংয়ের মাথায় আঘাত রয়েছে।এক্স-রেতে দেখা গেছে, এই আঘাত গুলির। মিয়া থতে থতে খাইং চিকিৎসাধীন থাকাকালে পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাঁর বাঁচার সম্ভাবনা ক্ষীণ।
মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, মিয়া থতে থতে খাইংয়ের মাথায় যে আঘাত, তা দেখে মনে হচ্ছে, তাঁকে সরাসরি গুলি চালানো হয়েছে।