ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

বিরাটের সঙ্গে প্রেম করে শিরোনামে!

ডেস্ক নিউজ।। ঢাকাপ্রেস২৪.কম

2023-04-19, 12.00 AM
বিরাটের সঙ্গে প্রেম করে শিরোনামে!

মডেলিংয়ের দুনিয়ায় নামডাক করে ফেলেছিলেন। কিন্তু কাজের জন্য তেমন প্রচারে আসতে পারছিলেন না তিনি। বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রাতারাতি শিরোনামে আসেন ব্রাজিলের মডেল ইজ়াবেল লেইট।১৯৯০ সালের ১ সেপ্টেম্বর ব্রাজিলের জোয়াও পেসোয়াতে জন্ম ইজ়াবেলের। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। পড়াশোনার পাশাপাশি মডেলিংও শুরু করেন ইজ়াবেল।ব্রাজিলে থাকাকালীন মডেলিং পেশায় নেমে নিজের পরিচিতি তৈরি করেন ইজ়াবেল। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ও করেন তিনি।এক পুরনো সাক্ষাৎকারে ইজ়াবেল জানান, সিঙ্গাপুরে একটি বিজ্ঞাপনের জন্য কাজ করতে যান তিনি। সেখানে বিরাটের সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর। ক্রমেই সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়।২০১২ সালে বিরাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ইজ়াবেল। সম্পর্কের কথা নিজের মুখে স্বীকারও করেছেন তিনি। সাক্ষাৎকারে ইজ়াবেল বলেন, ‘‘বিরাট আমার খুব ভাল বন্ধু ছিল। ভারতে আসার পর আমি কাউকে চিনতাম না। ও সব সময় আমার পাশে ছিল।’’তবে বিরাটের সঙ্গে ইজ়াবেলের সম্পর্ক বেশি দিন টেকেনি। দু’বছর একসঙ্গে থাকার পর তাঁদের সম্পর্কে চির ধরে। বিরাটের সঙ্গে বিচ্ছেদ নিয়েও প্রকাশ্যে মন্তব্য করেছেন মডেল অভিনেত্রী।ইজ়াবেলের দাবি, যৌথ সিদ্ধান্তেই বিচ্ছেদের পথে এগিয়েছিলেন তাঁরা। ২০১৪ সালে প্রেমের সম্পর্কে ইতি টানেন তাঁরা। কিন্তু বিরাটের সঙ্গে সম্পর্কে আসার পরেই বলিপাড়ায় আবির্ভাব হয় ইজ়াবেলের।২০১২ সালে বড় পর্দায় প্রথম অভিনয় করতে দেখা যায় ইজ়াবেলকে। আমির খানের ছবি ‘তালাশ: দ্য আনসার লায়েস উইদিন’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু তাঁর চরিত্রটি এতটাই স্বল্পদৈর্ঘ্যের ছিল যে তা দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়।কিন্তু এক বছরের মধ্যেই আরও একটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান ইজ়াবেল। রাজ পুরোহিত পরিচালিত ‘সিক্সটিন’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন তিনি।২০১৪ সালে ‘পুরানি জিন্স’ নামের একটি হিন্দি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন ইজ়াবেল। সেই বছরেই বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙে। তার পর আর অভিনয় করতে দেখা যায়নি ইজ়াবেলকে।বিরাটের সঙ্গে বিচ্ছেদের পর বলিপাড়া থেকে সরে যান ইজ়াবেল। বিচ্ছেদের চার বছর পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। ২০১৮ সালে ‘নরেন্দ্র’ নামের তেলুগু ছবিতে অভিনয় করেন।২০১৯ সালে ‘মিস্টার মজনু’ নামের একটি রোম্যান্টিক কমেডি ঘরানার তেলুগু ছবিতে দেখা যায় ইজ়াবেলকে। এক বছর পর আরও একটি তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ নামের রোম্যান্টিক ড্রামা ঘরানার তেলুগু ছবিতে বিজয় দেবরাকোন্ডা এবং রাশি খন্নার মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি।ছবিতে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় বলি তারকাদের সঙ্গে নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন ইজ়াবেল। বলি অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গেও নাম জড়িয়ে পড়ে তাঁর।তবে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে ইজ়াবেল এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সিদ্ধার্থের সঙ্গে আমি সময় কাটাতাম। ও শুধুমাত্র আমার ভাল বন্ধু। তার বেশি কিছুই নয়।’’পুরানি জিন্‌স’ ছবিতে ইজ়াবেলের সহ-অভিনেতা ছিলেন তনুজ ভিরওয়ানি। বলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে, তনুজের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। অধিকাংশ সময় দুই তারকাকে একসঙ্গে দেখা যেত।তনুজের সঙ্গে যে ইজ়াবেলের ভাল সম্পর্ক রয়েছে তা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ইজ়াবেল এক সাক্ষাৎকারে বলেন, ‘‘ছবির ওয়ার্কশপ চলাকালীন তনুজের সঙ্গে আমার আলাপ হয়। আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। এমনকি, আমি ওর বাবা-মাকেও চিনি। তাঁরাও আমাকে খুব ভালবাসেন।’’ তনুজের সঙ্গে যে তিনি মাঝেমধ্যেই দেখা করেন তাও জানালেন অভিনেত্রী।২০১৭ সালে মার্সেল রেইমার নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে আসেন ইজ়াবেল। একই বছর অনুষ্কা শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিরাট।ইজ়াবেল বর্তমানে দোহায় থাকেন। মার্সেলের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। ৩২ বছর বয়সি এই অভিনেত্রী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।ইজ়াবেলের ইনস্টাগ্রামে ইতিমধ্যেই অনুরাগী সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের গণ্ডি পার করে গিয়েছে। সমাজমাধ্যমে বেশ সক্রিয় তিনি। ইজ়াবেল যে সন্তানসম্ভবা তা ইনস্টাগ্রামে ঘোষণা করে জানিয়েছেন অভিনেত্রী।