ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

দুইযুগ পর ত্রিপুরা সম্প্রদা‌য়ের গ‌রিয়া নৃত‌্য

এ কে আজাদ, খাগড়াছ‌ড়ি জেলা সংবাদদাতাঃঢাকাপ্রেস২৪.কম

2023-04-12, 12.00 AM
দুইযুগ পর  ত্রিপুরা সম্প্রদা‌য়ের গ‌রিয়া নৃত‌্য

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা‌ উপ‌জেলার গোম‌তি ইউ‌নিয়‌নে উ‌দ্যোগে সহস্রা‌ধিক লো‌কের উপ‌স্থি‌তে বাংলা নববর্ষ ও বৈসু উদযাপন করা হয়।বুধবার (১২এ‌প্রিল) সকাল ১০টায় গোম‌তি ইউ‌ন্নি প‌রিষদ প্রাঙ্গন হ‌তে বণ‌্যাঢ র‌্যা‌লি ও শোভাযাত্র বের করা হয়। র‌্যা‌লিটি গোম‌তি বাজা‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে।সকা‌লে র‌্যা‌লির উ‌দ্ভোধনী ঘোষনা ক‌রেন গোম‌তি ইউ‌নিয়‌নের চেয়‌্যারম‌্যান জনাব তফাজ্জল হো‌সেন।উ‌দ্ভোধনী বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, আজ এ‌টি সকল সম্প্রদা‌য়ের এক‌টি মিলন মেলা। বাংলা নববর্ষ ও বৈসু গ্রাম বাংলা ঐ‌তিয‌্য। এই সংস্কৃ‌তি এক‌দি‌নে গ‌ড়ে উ‌ঠে নি। পার্বত‌্য চট্টগ্রামে বি‌ভিন্ন নৃ গো‌ষ্টির বসবাস। প্রত্যেকের আ‌লেদা সংস্কৃ‌তি আ‌ছে। এ কার‌ণে সাংস্কৃ‌তি ভা‌বে এই অঞ্চল দে‌শের অন‌্য অঞ্চল হ‌তে আ‌লেদা। বি‌শেষ ভা‌বে এই এলাকার গ‌রিয়া নৃত‌্য খুবই বিখ‌্যাত। পহেলা বৈশা‌খে অত্র অঞ্চ‌লে চার‌দিন উৎসব মূখর পরি‌বেশ বিরাজ ক‌রে। প্রত্যেক ঘ‌রে ঘ‌রে বি‌শেষ খাবা‌রের আ‌য়োজন থা‌কে।

 

অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, বাংলা‌দেশ ত্রিপুরা কল‌্যান সংসদ মা‌টিরাঙ্গা উপ‌জেলার সভাপ‌তি বাবু ভাগ‌্যধন ত্রিপুরা, ‌গোম‌তি ইউ‌নিয়‌নের সা‌বেক স‌চিব বাবু অর্পন কুমার ত্রিপুরা, বাংলা নববর্ষ ও বৈসু উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি বাবু মিলন ত্রিপুরা, গোম‌তি ইউ‌নিয়ন প‌রিষদ সদস‌্য সহ গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।এছাড়াও বাংলা‌দেশ ত্রিপুরা কল‌্যান স‌ংসদ, গোম‌তি উপ আঞ্চ‌লিক শাখা ব‌্যানারে এই র‌্যা‌লি ও শোভা যাত্রায় অংশ গ্রহণ ক‌রেন।