মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর একটি দলের মানসিক অবস্থা সবচেয়ে দুর্বল হওয়ার কথা; কিন্তু আয়ারল্যান্ড প্রচলিত সব হিসাব-নিকাশই পাল্টে দিয়েছে। তারা ভেবেছিল, তৃতীয় দিনই জিতে যাচ্ছে বাংলাদেশ, তাদের ধারণা পুরোপুরি পাল্টে দিয়ে দিনটা নিজেদের করে নেয় তারা। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন রড টাকার। সেঞ্চুরির পথে রয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিগ তো নিয়েছেই, এখন উল্টো বাংলাদেশকেই চোখ রাঙানি দিচ্ছে আইরিশরা। ১৩১ রানের লিড নিয়েছিলো তারা তৃতীয় দিন বিকেলেই।৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ২৮৬ রান। ৭১ রান নিয়ে ম্যাকব্রাইন এবং ৯ রান নিয়ে গ্রাহাম হিউম আজ সকালে ব্যাট করতে নামেন।
তবে সকাল সকাল বাংলাদেশকে সুসংবাদ উপহার দেন পেসার এবাদত হোসেন। নিজের ইনিংসের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করে এবাদতের বলে বোল্ড হয়ে যান ম্যাকব্রাইন। ২৮৯ রানের মাথায় পড়লো ৯ম উইকেট।এ রিপোর্ট লেখার সময় আয়ারল্যান্ডের রান ৯ উইকেট হারিয়ে ২৯০। ১২ রান নিয়ে গ্রাহাম হিউম এবং ০ রানে উইকেটে রয়েছেন বেন হোয়াইট।