দেশের অন্যান্য স্থানের মতো খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।রবিবার (২৬ মার্চ) সকাল ৬টা থেকে সর্বস্তরের মানুষ খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গীস্কয়ারস্থ স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত মহিলা আসনের সসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এ দিবসটির উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকওায়াজ, স্বাধীনতা যুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।