বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে সার্টিফাইড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম) ডিগ্রি অর্জন করেছেন খালেদ মোর্শেদ। এর আগে তিনি বিআইবিএম থেকে সার্টিফাইড ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল (সিআইবিএফপি) ডিগ্রি লাভ করেন।খালেদ মোর্শেদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং-এ সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম থেকে অনার্সসহ মাস্টার্স, ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এডভান্স কোর্স অন রিসার্চ টেকনিক ইন সোশ্যাল সাইন্স, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এমবিএ এবং জাতীয় বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ৮ বছর বয়সে হিফজুল কুরআন সম্পন্ন করেন। এছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)’র ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে তিনি ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি থেকে ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং এবং বিআইবিএম থেকে প্রজেক্ট ফাইন্যান্স অ্যান্ড পিপিপি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স কোর্স স¤পন্ন করেন।