ঢাকা, শুক্রবার ১৯ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

বাগেরহাটে শিশু শ্রম নিরসনে মতবিনিময়

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-03-15, 12.00 AM
বাগেরহাটে শিশু শ্রম নিরসনে মতবিনিময়

বাগেরহাটে শিশুশ্রম নিরাসনের লক্ষে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মার্চ) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্যালয়ে ইনসিডিন বাংলাদেশ ও উদয়ন বাংলাদেশের যৌথ উদ্যেগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।উদয়ন বাংলাদেশের সাধারন সম্পাদক ইসরাত জাহানের সভাপতিত্ব এসময় অন্যাস্যদের মধ্যে বক্তব্য দেন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, ইনসিডিন বাংলাদেশের ক্যাম্পেইন কো- অডিনেটর রাফিউল আলী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সিএসও সদস্য ও দৃষ্টিদান হাসপাতালের প্রোগ্রাম কর্মকর্তা কাজী সাইদুর রহমান সবুজ,  উদয়ন বাংলাদেশের কো-অডিনেটর রুপা জামান প্রমুখ।

বক্তরা বলেন, সরকার শিশুশ্রম সংশ্লিষ্ট ৩৮টি খাত চিহ্নিত করে ২০২৫ সালের মধ্যে শতভাগ শিশুশ্রম বিলোপে কাজ করে যাচ্ছে। শিশুশ্রম একটি অপরাধ তা সবার উপলব্ধিতে এসেছে। শিশুরা সুরক্ষিত হলে জাতি সুরক্ষিত হবে।