বাগেরহাটে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাটের গণবিদ্যালয়ের সেমিনার কক্ষে বেসরকারী বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ ( স্ক্রিম) প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, রূপান্তররে তথ্য কর্মকর্তা আব্দুল হালিম, ফিল্ড অফিসার এমডি আল ইমরান প্রমুখ।মতবিনিময় সভায়, করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর ঘুরে দাড়ানোর কাহিনী শোনানো হয়।