ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি।।ঢাকাপ্রেস২৪.কম

2023-03-15, 12.00 AM
হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহম্মেদ খান এরসার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে ঢাকা জেলার ধামরাই থানার ডায়েরি নং- ৬২৯ তাং- ১৫/০১/২৩ইং, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ডায়েরি নং- ৯৮৭ তাং ২৪/১১/২০২২ খ্রি: এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেলথানার ডায়েরি নং- ২১৭৪ তাং- ২৪/০৬/২২ খ্রিঃ থানা হইতে সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসিশাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখার সদস্য কর্তৃক

একটি ঙচচঙ ঋ১৯ মোবাইল, একটি ঝঅগঝটঘএ এধষধীু গ৩১ এবং ঠওঠঙ-ণ২১ মোবাইল উদ্ধার করা

হয়। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়ক মহোদয়ের অনুমতিক্রমে অদ্য ইং ১৪/০৩/২০২৩

তারিখ উদ্ধারকৃত ০৩ টি মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃক মাদকের বিরুদ্ধে পরিচালিত আভিযানিক কার্যক্রম সফল করতে মাদক

সেবন ও কেনাবেচায় জড়িত ব্যক্তিদের বিষয়ে আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা

হবে। সবাইকে ধন্যবাদ ।