ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

রাণীশংকৈলে নারী দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

2023-03-08, 12.00 AM
রাণীশংকৈলে নারী দিবস পালিত

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন "এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার

আক্তার, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পল্লীবিদ্যৎ এর  ডিজিএম নেজামুল ইসলাম, বীর  মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক প্রশান্ত বসাক ও নাসরিন আক্তার, সহকারি শিক্ষিকা মাহাবুবা আক্তার স্নিগ্ধা প্রমুখ। 

এছাড়াও মহিলা বিষয়ক অফিসের বিভিন্ন সমিতির মহিলা সদস্য, কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।