খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ জাতীয় বীমা দিবস উপলক্ষে মাটিরাঙ্গায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ লা মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে মাটিরাঙ্গায় র্যালী বের করা হয়, এ তে বিভিন্ন বীমা কোম্পানির সদস্যরা অংশ গ্রহন করেন। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা সমবায় কর্মকর্তা জনাব হুমায়ন কবির পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা আদর্শ উপজেলা জনাব চেয়ারম্যান রফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বীমা করতে গিয়ে মানুষ প্রতারিত হচ্ছে। তাই বীমা নিয়ে সমাজের মানুষের ব্যাপক ভীতি কাজ করে। এসব প্রতিবন্ধকতা হতে বীমা কোম্পানি গুলোকে বের হয়ে আসতে পারলে উন্নত বিশ্বের ন্যায় আমরা বীমা করে উপকৃত হতে পারবো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেলছড়ি ইউনিয় চেয়ারম্যান জনাব রহমত উল্যাহ, মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা সাংবাদিক ফোরাম সভাপতি জনাব আলী হোসেন সহ প্রমূখ।