ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

মা‌টিরাঙ্গায় দুর্ঘটনায় এক জন নিহত

2023-02-26, 12.00 AM
মা‌টিরাঙ্গায় দুর্ঘটনায় এক জন নিহত

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৮ জন আহত হ‌য়ে‌ছে।র‌বিবার (২৬ফেব্রুয়ারী)  দুপুরের পর মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের সাপ মারা নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।ঘটনা সূত্রে জানা যায়, খাগড়াছ‌ড়ি থে‌কে ছে‌ড়ে আসা চট্রগ্রাম গা‌মি শা‌ন্তি প‌রিবহন (ঢাকা মে‌ট্রো - ব ১৪-৪২৯১) সাপমারা পাহাড় নামার সময় নিয়ন্ত্রন হা‌রি‌য়ে ফে‌লে। একই সময় বিপরীত দিক থে‌কে  আসা (পাহাড়ে উঠাবস্থায়) পাথর বোঝাই ট্রাক (চট্ট‌মে‌ট্রে-শ ১১-৩০৫৯) কে ধাক্কা মা‌রে। এ‌তে ট্রাক‌ টি খা‌দে প‌ড়ে যাওয়া নি‌শ্চিত জে‌নে ট্রা‌কের চালক রাজন লাফ দি‌লে শা‌ন্তিপ‌রিবহন চাকায় পৃষ্ঠ হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যায়। রাজ‌ন লক্ষীপুর জেলার রাম গঞ্জ থানার  বে‌রি বাজার গ্রা‌মের তাজুল ইসলা‌মের ছে‌লে ব‌লে জানা যায়।

পক্ষান্ত‌রে শা‌ন্তি প‌রিবহ‌নের চাল‌ক সহ ২জন আহত অবস্থায় খাগড়াছ‌ড়ি হাসপাতা‌লে নেয়া হ‌য়ে‌ছে। চালক ও আহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

মা‌টিরাঙ্গ থানা অ‌ফিসার ইনচার্জ মো: জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, পু‌লিশ ঘটনাস্থল হ‌তে লাশ উদ্ধার ক‌রে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে