ঢাকা : যশোর : মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের ঘোপ বউবাজারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি ঘোপ ধানপট্টির বাসিন্দা ছাত্রলীগ নেতা ও পৌর কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের মামাতো ভাই। সোহাগের নির্বাচনী প্রচারে সেখানে গেলে সন্ত্রাসীদের হাতে খুন হন বলে স্বজনরা জানান।নিহত পারভেজ সদর উপজেলার বাহাদুরপুর হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।
তার খালা রহিমা বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারভেজ ফুপাতো ভাই কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের পক্ষে ঘোপ বউ বাজার এলাকায় ভোট চাইতে গিয়েছিলেন। এ সময় মুখ বাঁধা কয়েকজন আচমকা সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কে বা কারা পারভেজ নামে ওই যুবককে হত্যা করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে।
সোহাগের সঙ্গী সলেমান জানান, তারা ঘোপে এলাকার সেন্ট্রাল রোড ফুড অফিস মোড়ে বসেছিলেন। এ সময় সোহাগসহ তারা খবর পান যে, বউবাজারে কে কারা পারভেজকে কুপিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই স্থানীয় লোকজন পারভেজকে ধরাধরি করে ইজিবাইকে তুলছেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার নাড়িভুঁড়ি বের হতে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন সোহাগ। পরে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি ৫ম ধাপের পৌর মেয়র নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।