ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

খাগড়াছড়িতে মহান শহীদ দিবস পালিত

এ কে আজাদ, খাগড়াছ‌ড়ি জেলা সংবাদদাতাঃঢাকাপ্রেস২৪.কম

2023-02-21, 12.00 AM
খাগড়াছড়িতে মহান শহীদ দিবস পালিত

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খাগড়াছ‌ড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন জেলার সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটির উপলক্ষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও নানান শ্রেণিপেশার মানুষেরা মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি; তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াসহ সরকারি-বেসরকারি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

দ্বিতীয় প্রহরেও প্রভাত ফেরিতে হাজার হাজার বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। সকালে প্রভাতফেরিতে অংশ নেন খাগড়াছড়ি লেডিস ক্লাব, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, তৃণমূল উন্নয়ন সংস্থা, বিডি ক্লিন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

 

আজ সকাল ১০টা থেকে দিনব্যাপি এ দিবসটির উপলক্ষে জেলা শিশু একাডেমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এটিমখানা, শিশু সদনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালন করা হয়।

 

দিবসটি উপলক্ষে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বাণীতে জানান, গৌরবগাঁথা ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চির অনির্বাণ শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে একুশে ফেব্রুয়ারি।