ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু হবে

শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2023-02-14, 12.00 AM
বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু হবে

 

হামিদুর রহমান: বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেছেন, ভুটান দীর্ঘদিন থেকে গণতন্ত্রের চর্চা করে। আমি আশাকরি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ভুটান থেকে ১৮টি পণ্য আমাদানি করার অনুমতি আছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ এবং ভুটান বন্ধু দেশ। এছাড়াও আমরা চেষ্টা করছি এই দুই দেশের আমদানি ও রপ্তানিকৃত সকল পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবে। এছাড়াও বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী চুক্তি গুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে।

এসময় ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (ট্রেড) কেনচো থিনলে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, পিপিএম নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিসিল, কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক, পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, নাকুগাঁও আমদানি রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।