ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

বান্দরবানে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি।।ঢাকাপ্রেস২৪.কম

2023-02-13, 12.00 AM
বান্দরবানে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

বান্দরবানে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত হয়েছে। (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বান্দরবান সদরের কালাঘাটা বড়ুয়ারটেক এলাকায় এঘটনা ঘটেছে।নিহতরা হলেন- মা আমেনা বেগম (৩৬) ও মেয়ে আয়েশা বেগম(৫)।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , মা-মেয়েকে নিয়ে বড়ুয়ারটেক বাজারে আসার সময় রোয়াংছড়ির দিক থেকে আসা একটি টিএক্স ট্রাক তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মেয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়রা আহত মাকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ফেলে চালক পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক আটক করে থানায় নিয়ে আসে এবং শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এব্যপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম জানান, নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।