ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

খাগড়াছড়ির মানিকছড়িতে চোরাই কাঠ জব্দ

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-02-11, 12.00 AM
খাগড়াছড়ির মানিকছড়িতে চোরাই কাঠ জব্দ

খাগড়াছ‌ড়ির মানিকছড়ি উপ‌জেলার ডাইনছড়ি মাস্টার ঘাটা নামক স্হানে বাংলাদেশ সেনাবাহিনী ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে ৫৫০ ঘণফুট আকাশ মনি এবং বিবিধ গোল কাঠ সহ ৬০০ ঘণফুট  জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বাটনাতলী ইউনিয়নের মাস্টারঘাটা এলাকায় এ অভিযান প‌রিচালানা ক‌রেন।বন বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণের এ গোল কাঠ জমিয়ে রাখার স্হানে অভিযান পরিচালনা করেন মানিকছড়ি জোনের সেনাবাহিনী এবং খাগড়াছড়ি বনবিভাগের অধিনে থাকা গাড়ীটানা রেঞ্জের একদল সদস্য। এ সময় একই ইউনিয়নের ছদুরখীল এলাকা থেকে ৬০০ ঘনফুট মাষ্টার ঘাটা থেকে ৫৫০ ঘণফুট আকাশমনি ও বিবিধি কাঠ জব্দ করা হয়। যার উভয় কাঠের আনুমানিক স্থানীয় বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

 

খাগড়াছড়ি বনবিভাগের গাড়িটানা রেঞ্জের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত ক‌রে সাংবা‌দিক‌দের জানান, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলা হয়েছে।