ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

মা‌টিরাঙ্গায় সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসা

এ কে আজাদ, খাগড়াছ‌ড়ি জেলা সংবাদদাতাঃঢাকাপ্রেস২৪.কম

2023-02-11, 12.00 AM
মা‌টিরাঙ্গায় সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসা

খাগড়াছড়ি পার্বত‌্য জেলার মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী  নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে তৈকাতং আর্মি ক্যাম্পে অসহায় দরিদ্র পাহাড়ি ও বাঙ্গালী জনগনের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমে আরএমও হিসেবে ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ২৪৫ জন পাহাড়ি এবং ১০৫ জন বাঙ্গালী সহ মোট ৩৫০ জন বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।

এ সময়, বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।