বান্দরবানের জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ সদস্যসহ ২০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্য রয়েছেন। বান্দরবান জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর নির্দেশনায় তাদের কারাগারে পাঠানো হয়েছেন।এসময় উপস্থিত ছিলেন সদর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ,কোর্ট ইনচার্জ এসআই প্রিয়েল পালিত,বান্দরবান জেলায় গোয়েন্দা সদস্য ও সাংবাদিকবৃন্দরা।
সদর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ জানান, পাহাড়ী বম পার্টি কেএনএফের তিন সদস্যসহ ১৭জঙ্গি শাক্বীয়ার সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে চালাইলে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও নগদ ৭ লক্ষ টাকা উদ্ধারও ২০জন সন্ত্রাসী বাহিনীদেরকে আটক করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।