বান্দরবানের রুমা ও থানছি উপজেলার দুর্গম পাহাড়ে র্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ১৭ সক্রিয় সদস্য এবং পাহাড়ের স্থানীয় শসস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩ সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অত্যাধুনিক দেশি-বিদেশি অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জানুয়ারি) বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাব ফোর্সের মিডিয়া উইং কমান্ডার খন্দকার আল মঈন ।
তিনি আরও জানিয়েছেন , পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, নব্য জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য বান্দাবনের থানচির লোয়াংচুয়াল পড়া হয়ে রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের ৭টি দল সদর রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে র্যাবের উপর জঙ্গিরা অর্তকিত গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিয়ের ঘটনা ঘটে। এই অভিযানে ১৭ জন জঙ্গি ও ৩ স্থানীয় শসস্ত্র সন্ত্রাসীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জঙ্গী সদস্যারা হলেন- কুমিল্লা জেলার মো. মাহবুবুর রহমানের ছেলে মো. আস সামী রহমান খোদ (১৯), বেতাগী বরগুনা জেলার মালেক মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২২) পটুয়াখালী জেলার ফোরকান ফকিরে ছেলে মো. আল আমিন ফকির মোস্তাক(১৯), কুমিল্লা লাঙ্গল কোট জেলার আব্দুল লতিফের ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক, পটুয়াখালী সদরের আলতাফ হোসেনের ছেলে মো. মিরাজ সিকদার প্রকাশ আশরাফ হোসেন(২৬) টঙ্গীবাড়ি মুন্সগঞ্জ জেলার আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজ শেখ প্রকাশ জায়েদ(২৪), মহিপুর পটুয়াখালী জেলার ইসমাইল হোসেন হওলাদারের ছেলে মো. ওবায়দুল্লাহ প্রকাশ সাকিব প্রকাশ শান্ত, মির্জাগঞ্জ পটুয়াখালী জেলার আনিছ মুসল্লির ছেলে জুয়েল মাহমুদ(২৭), ধনবাড়ি টাঙ্গাইল জেলার দুলাল রহমানের ছেলে মো. ইলিয়াছ রহমান প্রকাশ তানজিল প্রকাশ সোহেল(৩২), ঝালকাঠি সদরের আবু ইউসুফ হাওলাদারের ছেলে মো. হাবিবুর রহমান প্রকাশ মোড়া(২৩), কুমিল্লা সদরের মালেক ফরাজীর ছেলে মো. শাখাওয়াত হোসেন প্রকাশ মাবরুর(২১), কোতয়ালী বরিশাল জেলার নাসির হওলাদারের ছেলে মো. আবদুস সালাম রাকি প্রকাশ রাসেল(২৮), লাকসাম কুমিল্লার মওলানা হোসাইন আহাম্মদের ছেলে যোবায়ের আহাম্মদ প্রকাশ আইমান(২৯), দশমিনা পটুয়াখালীর মাহবুব মাতুব্বরের ছেলে মো. শামীম হোসেন প্রকাশ আবু হুরাইরা (২৬), মাধবপুর হবিগঞ্জের মৃত কুতুবুর রহমানের ছেলে তাওয়াবুর রহমান সোহান(২০), বরিশালের গোলাম মোস্তফার ছেলে মো. মাহমুদ ডাকুয়া(২০), মাগুরার মৃত শামসুর রহমানের ছেলে মো. আবু হুরাইরা প্রকাশ মিরাজ(২২)। এছাড়াও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী শসস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যরা হলেন- লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া।
এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গেলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই, ককটেল, লিফলেট, অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে রক্ষিত নগদ ৭ লাখ টাকা।